Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারসাজি করতে গিয়ে তোপের মুখে বরিসের দল


২০ নভেম্বর ২০১৯ ১৬:১৮

টুইটারে কারসাজি করতে গিয়ে তোপের মুখে পড়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দলটির নেতা বরিস জনসন যখন লেবার পার্টির জেরেমি করবিনের সঙ্গে টিভি বিতর্কে ছিলেন তখন কনজারভেটিভরা তাদের প্রেস অফিসের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে দেয়। নতুন নাম দেওয়া হয় ‘ফ্যাক্টচেকইউকে’।

এরপর ওই টুইটার অ্যাকাউন্ট থেকে বরিসের পক্ষে বেশ কয়েকটি টুইট করা হয়। ধারণা করা হচ্ছে, টুইটার ব্যবহারকারীদের অনৈতিকভাবে প্রভাবিত করতেই এমনটি করা হয়েছে। এতে ক্ষোভ জানিয়েছে অনেকে। টুইটার কর্তৃপক্ষও জানিয়েছে এ ব্যাপারে ‘যথোপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা নেবে তারা।’

বিজ্ঞাপন

লন্ডনভিত্তিক ফ্যাক্ট চেকিং বিষয়ক ওয়েবসাইট ফুলফ্যাক্টের প্রধান নির্বাহী উইল ময় কনজারভেটিভদের এই চেষ্টাকে যথাযথ নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা ছিল ভোটারদের ভুলবার্তা দেওয়ার চেষ্টা। প্রথম সারির একটি রাজনৈতিক দলের কাছ থেকে এমন আচরণ যথাযথ নয়।

আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজের ব্রেক্সিট চুক্তিতে বাড়তি সমর্থন পেতে বরিস এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

কনজারভেটিভ পার্টি জেরেমি করবিন টুইটার বরিস জনসন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর