শত্রুদের প্রতিহত করা হয়েছে: খোমেনি
২০ নভেম্বর ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১৫:৩১
ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হচ্ছে বিক্ষোভ-সমাবেশ। ধারণা করা হচ্ছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ মারা গেছে। এরইমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি বিক্ষোভকারীদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, শত্রুদের প্রতিহত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে খোমেনি বলেন, সমরক্ষেত্রে ও রাজনীতিতে আমরা শত্রুদের পিছনে ঠেলে দিয়েছে। বর্তমান বিক্ষোভ কোনো জনপ্রিয় সরকারবিরোধী আন্দোলন নয়। এটা নিরাপত্তার বিষয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় দেখা গেছে, মুখোশধারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
জাতিসংঘে এই ঘটনায় ইরানকে ইতোমধ্যে সতর্ক করেছে। লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানজুড়ে অন্তত ১০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।