কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
২০ নভেম্বর ২০১৯ ০৯:৪২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৯:৪৯
কুমিল্লা: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নূর হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থানার একটি টহলদল একটি মাইক্রোবাস নিয়ে ডিউটি করছিলো। এসময় চট্টগ্রামগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল নূর হোসেন মারা যান। এ ঘটনায় পুলিশের এএসআই মহসিন মিয়া, কনস্টেবল ইছমাইল হোসেন এবং মাইক্রোচালক এরশাদ মিয়াও আহত হয়েছেন।’
তিনি জানান, নিহত নূর হোসেন লক্ষীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।