Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ক্ষুধা-মঙ্গা নেই: স্বাস্থ্যমন্ত্রী


২০ নভেম্বর ২০১৯ ০২:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০০:৩১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো ক্ষুধামঙ্গা নেই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি ঘটছে। বাংলাদেশে শিশুমৃত্যু হার, মাতৃমৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সেবায় লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তাতে এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ সালের বেশ আগেই পৌঁছে যাবে। মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৮৮৮ মার্কিন ডলার। জিডিপিতে বর্তমান প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ শতাংশ। পাশাপাশি ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবার মাধ্যমে বর্তমানে দেশে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে গেছে।’

এছাড়াও দেশের ৮ বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল, লিভার সিরোসিস রোগের জন্য আলাদা হাসপাতাল নির্মাণকাজের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গোটা বিশ্বকে এক ছাতায় চলে আসতে হবে। স্বাস্থ্যসেবায় আরও অগ্রগতি আনতে বিশ্ব নেতাদের ইউএইচসি (ইউনিভার্সাল হেলথ কাভারেজ), হু (ট্রিপল বিলিয়ন টার্গেটস), টুগেদারনেস, হেলথিয়ার ওয়াল্ড এ চারটি বিষয়কে গুরুত্ব দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সেবায় লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ‍হর্ষা বর্ধন। সম্মেলনে বক্তব‌্য রাখেন নেপালের স্বাস্থ্যমন্ত্রী উপেন্দ্র কুমার যাদব, বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ড. পুনম ক্ষেত্রপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ক্ষুধামঙ্গা স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর