Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লবণ নিয়ে গুজব ছড়ালেই আইনি ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


১৯ নভেম্বর ২০১৯ ২০:৪০ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ২১:০১

ঢাকা: পেঁয়াজের পর বাজারে লবণের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাড়তি দামে লবণ বিক্রির তথ্য পাওয়া গেছে। তবে শিল্প মন্ত্রণালয়ের পর এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বললেন, দেশে লবণের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- লবণ নিয়ে গুজব ঠেকাতে মাঠে পুলিশ, আটক ৯

এর আগে, শিল্প মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে। প্রকৃত অর্থে দেশে লবণের কোনো ঘাটতি নেই। বরং প্রায় আড়াই লাখ মেট্রিক টন লবণ মজুত রয়েছে।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে ডিসেম্বর মাসেই। বর্তমান মজুতের সঙ্গে সেই নতুন লবণ যোগ হবে। ফলে দেশে লবণের কোনো সংকট নেই এবং সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কাও নেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি লবণ লবণের দাম লবণের বাজার লবণের মজুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর