Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক মালিক-শ্রমিকদের আন্দোলনে বিএনপির সমর্থন


১৯ নভেম্বর ২০১৯ ১৬:৪৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৬:৪৬

ঢাকা: বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সারাদেশে যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে তাতে সমর্থন দিয়েছে বিএনপি। এই আন্দোলনকে যৌক্তিক বলেও মনে করে দলটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এ সমাবেশের আয়োজন করে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যে আন্দোলন করছে, তা নিশ্চয়-ই যৌক্তিক। তাদের এই আন্দোলনে আমাদের সমর্থন থাকবে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় এলে তাদের কী হবে। সারাদেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না, সে দেশ কীভাবে কন্ট্রোল করবে। নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। লবণ, চাল, পেঁয়াজ, সবজি সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে। আমরা খুব দ্রুত আন্দোলনে নামব এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব।’

ইতিহাস কাউকে ক্ষমা করে না মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া একজন বয়স্ক, অসুস্থ মানুষ। তার ওপরে যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করব এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব।’

বিজ্ঞাপন

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা।

কর্মবিরতি ট্রাক-কাভার্ড ভ্যান বিএনপি সমর্থন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর