Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্দবাগ ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন জমা, তূর্ণার চালক-গার্ড দায়ী


১৯ নভেম্বর ২০১৯ ১৫:১০

চট্টগ্রাম ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় বিভাগীয় প্রধান পর্যায়ে গঠিত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার পর সাময়িক বরখাস্ত হওয়া তূর্ণা নিশীথার চালক তাহের উদ্দিন, সহকারী চালক অনুপ দেব, পরিচালক (গার্ড) আব্দুর রহমানের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রেলওয়ের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন কমিটির প্রধান রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিটেন্ডেন্ট (সিওপিএস) নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

নাজমুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। দুর্ঘটনার বিষয়ে তদন্তে যেসব কারণ উঠে এসেছে সেগুলোর বিস্তারিত বিবরণ আছে।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন দিয়েছি। মহাপরিচালক স্যার সেটা গ্রহণ করতে পারেন, আবার না-ও করতে পারেন। যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে প্রতিবেদনে কী কী বিষয় উঠে এসেছে, সেটা উনিই বলতে পারবেন। প্রতিবেদন গ্রহণের আগে বিষয়টি প্রকাশ করা সমীচীন হবে না।’

দুর্ঘটনার পর বিভাগীয় প্রধান পর্যায়ে চার সদস্যের এই কমিটি করা হয়েছিল। কমিটির বাকি সদস্যরা হলেন- চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও চিফ ইঞ্জিনিয়ার।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মন্দবাগ স্টেশনের আউটার ক্রসিংয়ে গত ১১ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হন। এ সময় আহত হন অর্ধশতাধিক। সংঘর্ষে উদয়নের তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘটনায় তূর্ণা নিশীথার চালক তাহের উদ্দিন, সহকারী চালক অনুপ দেব, পরিচালক (গার্ড) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসন একটি, বাংলাদেশ রেলওয়ে তিনটি এবং রেলপথ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি গত ১৫ নভেম্বর তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়।

টপ নিউজ তদন্ত প্রতিবেদন মন্দবাগ ট্র্যাজেডি

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর