Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পার্লামেন্ট উত্তাল


১৯ নভেম্বর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৪:৩৩

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) শিক্ষার্থীদের হল চার্জ বাড়ানোকে কেন্দ্র করে তিন সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৮ নভেম্বর) দিল্লির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সেই পদযাত্রায় পুলিশ বাঁধা দেওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করা হবে। খবর ইন্ডিয়া টুডে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলায় শশীভূষণ পান্ডে নামে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আহত হয়েছেন। সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশের এই আক্রমণকে ‘অমানবিক’ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জেএনইউ সংকট নিয়ে রাজ্যসভার চলমান অধিবেশন উত্তাল হয়ে উঠেছে। ভারতের বামদলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে জেএনইউ ইস্যুতে যেন রাজ্যসভায় বিতর্কের আয়োজন করা হয়। জেএনইউ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় কংগ্রেস দলীয় রাজ্যসভা সদস্য দ্বিগবিজয় সিংকে একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজ সিং বলেছেন, ‘আপনি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদীর পক্ষ নিয়েছেন যেখান থেকে ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়’।

এক পর্যায়ে রাজ্যসভার সদস্যদের মধ্যে এ বিষয় নিয়ে হট্টগোল বেঁধে গেলে স্থানীয় সময় ১১টার দিকে অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি রাখার ঘোষণা দেন।

আন্দোলনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল চারটায় জেএনইউ এর ছাত্র সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে তারা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তাদের ভবিষ্যত কর্মসূচির ব্যাপারে কথা বলবেন বলে জানা গেছে।

আন্দোলন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় টপ নিউজ দিল্লি পার্লামেন্ট পুলিশ শিক্ষার্থী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর