Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর ১৬তম স্প্যান বসানোর কাজ চলছে


১৯ নভেম্বর ২০১৯ ০৯:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১০:৫৬

ঢাকা: পদ্মাসেতুর ১৬ তম স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সেতুর ১৬ ও ১৭ নম্বর খুঁটিতে এই স্প্যানটি বসানো হবে। সকাল থেকে স্প্যানটি খুঁটির কাছে নিয়ে যাওয়া হচ্ছে।

১৬ তম স্প্যান বসার পর দৃশ্যমান হবে প্রায় আড়াই কিলোমিটার সেতু।

সকাল ৯ টায় স্প্যান নিয়ে যাওয়া শুরু হয় বলে জানিয়েছেন সেতুর প্রকৌশলীরা। দিনের আলোর মধ্যেই স্প্যানটি বসিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে আরও দুটি স্প্যান বসানো হবে।

তিনি আরও জানান, নাব্যতা সংকটের কারণে এর আগের স্প্যান খুঁটিতে বসাতে দেরি হয়েছে। তবে পরবর্তী স্প্যানগুলো বসাতে এরকম দেরি হবে না। কারণ ড্রেজিং যেভাবে করা হয়েছে তাতে বাকি স্প্যানগুলো এই চ্যানেল ধরে চলে কন্সট্রাকশন ইয়ার্ড থেকে খুঁটির কাছে সহজে চলে যেতে পারবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসাতে হবে। এর মধ্যে চীন থেকে সেতু এলাকায় স্প্যান এসেছে ৩১টি। সেখান থেকে ১৫টি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বসছে ১৬ তম স্প্যান।

পদ্মা সেতুর প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর রোডওয়ে স্ল্যাব স্থাপনের কাজ নির্ধারিত গতিতে এগোতে পারছে না। মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসবে সেতুতে। এর মধ্যে এক হাজার ৬৭৪ টি স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে ৬৯টি রোডওয়ে স্ল্যাব। দিনে মাত্র একটি রোড ওয়ে স্ল্যাব বসানো যাচ্ছে। কিন্তু নির্ধারিত সময়ে পদ্মা সেতুর কাজ শেষ করতে হলে দিনে অন্তত ৮ টি করে রোডওয়ে স্ল্যাব বসানোর প্রয়োজন রয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৯ দশমিক ০৮ শতাংশ। ২০২১ সালের জুন মাসে সেতু দিয়ে গাড়ি চলবে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত মূল সেতুর ৪২ টি খুঁটির মধ্যে ৩৩টি খুঁটির কাজ শেষ। বাকি থাকা ১০টির খুঁটির উপরের অংশের কাজ চলছে।

মূল সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। নদী শাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। দুইপ্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

১৬তম স্প্যান টপ নিউজ পদ্মাসেতু স্প্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর