মুন্সীগঞ্জে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
১৯ নভেম্বর ২০১৯ ০৭:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৩:৫৭
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবিতে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজ আসলামের (২৪) মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।
নৌযান শ্রমিক আসলামের বাড়ি বরগুনায়।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, বাল্কহেড ডুবির ঘটনায় সোমবার সকাল থেকেই কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নামে। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে মেঘনা নদীতে নিখোঁজ শ্রমিক আসলামের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার ভোরে গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকার সদরঘাটগামী যাত্রীবোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামে বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হন।