Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন


১৯ নভেম্বর ২০১৯ ০৫:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৩:২২

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লস্করপুর এলাকার দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা তিনটায় জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-মেহেন্দিগঞ্জের লস্করপুর এলাকার ইকবাল মাহামুদ ও তার বোন জামাতা মাসুদুল ইসলাম মাসুদ।

আদালতের পিপি এ কে এম জাহাঙ্গীর জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইকবাল মাহামুদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, মামলায় বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে খুন হওয়া ইদ্রিস মাঝির জমিজমা নিয়ে বিরোধ ছিল। যার সূত্র ধরে ২০১৫ সালের ১২ জুন ভোররাতে আসামিরা ইদ্রিস মাঝির ঘরের ভেতর প্রবেশ করে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ইদ্রিসের বোন মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের খলিল চৌকিদারের স্ত্রী ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজনকে নামধারী ও ৪/৫ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় জেলা ডিবি পুলিশের এসআই মো. খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বরিশাল যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর