Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উঠছে নতুন পেঁয়াজ, দাম কমে ২০০


১৮ নভেম্বর ২০১৯ ২০:৩৬

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। বিক্রি হচ্ছে পেঁয়াজ পাতাও। এর প্রভাবে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। খুচরা ও পাইকারি উভয় বাজারেই পেঁয়াজের দাম কমেছে। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ পাতা বিক্রি হতে দেখা গেছে।

এরইমধ্যে ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ওই এলাকায় পুরাতন পেঁয়াজ ১৮০ টাকা ও নতুন পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এছড়া মানিকগঞ্জসহ দেশের আরও কয়েকটি অঞ্চলেও নতুন পেঁয়াজ উঠতে শুরু করছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক চণ্ডী দাস কুণ্ডু সারাবাংলাকে বলেন, ‘ফরিদপুর ও মানিকগঞ্জে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এখন অল্প অল্প উঠছে। আগামী সাত দিন পর বাজারে আরও বেশি করে নতুন পেঁয়াজ উঠতে থাকবে।’

দেশে এবার পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ২ লাখ হেক্টরেরও বেশি। এখন পর্যন্ত ২৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আগামী জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ রোপন চলতে থাকবে। দেশে এবার পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

এদিকে দেশের বিভন্ন বাজারে পেঁয়াজ পাতা উঠতে শুরু করেছে। কারওয়ানবাজার, মিরপুর ও নাখালপাড়াসহ বিভিন্ন বাজারে পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শিমুল বলেন, ‘বাজারে কয়েকদিন ধরে পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে। অনেকেই কিনছেন। পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’ আরেক বিক্রেতা জয়নাল বলেন, ‘পেঁয়াজ পাতা কেনার ক্ষেত্রে ক্রেতাদের আকর্ষণ বেশি। বিক্রিও হচ্ছে খুব।’

বিজ্ঞাপন

এদিকে বাজারে পেঁয়াজের দাম কমেছে। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ২৩০ থেকে ২৫০ টাকায় উঠেছিল। সোমবার (১৮ অক্টোবর) তা ২০০ টাকায় নেমে এসেছে। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ২০০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৯০ টাকা ও মিসরের পেঁয়াজ ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের দাম নেমে এসেছে ২২০ টাকায়।

দাম নতুন পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর