রাঙ্গামাটিতে জেএসএস’র দুইপক্ষের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৩
১৮ নভেম্বর ২০১৯ ২০:১৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ২০:৫৫
রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের বালুমুড়া মারমাপাড়ায় এ ঘটনা বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা পুলিশ সুপার আলমগীর কবীর। তবে তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। মরদেহ তিনটি জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।