Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


১৮ নভেম্বর ২০১৯ ১৭:২৪

কুড়িগ্রাম: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞিপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ, পৌর শাখা ছাত্রলীগ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ এবং সদর উপজেলা, ফুলবাড়ী ও রৌমারী উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এসব কমিটির জন্য আগামী ১০ কার্য দিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের মাধ্যমে রকিবুজ্জামান রাকিবকে সভাপতি এবং রাকিবুজ্জামান রনিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। দেড় বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

কমিটি বিলুপ্ত ছাত্রলীগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর