Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় ইনকিলাব সম্পাদকের আগাম জামিন


১৮ নভেম্বর ২০১৯ ১৬:৩৫

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বাহাউদ্দীনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এক কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সে সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে গত ৪ নভেম্বর এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দীন এক কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়। ২০১৭ সালের পহেলা নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। তাতে এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন বাহাউদ্দীন।

এ এম এম বাহাউদ্দীন দুদক দুর্নীতি দমন কমিশন (দুদক) দৈনিক ইনকিলাব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর