শরদ অরবিন্দ বোবদে ভারতের নতুন প্রধান বিচারপতি
১৮ নভেম্বর ২০১৯ ১৫:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৫:৪৭
ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন শরদ অরবিন্দ বোবদে। সোমবার (১৮ নভেম্বর) নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
প্রধান বিচারপতি হিসেবে বোবদে ১৭ মাস দায়িত্ব পালন করবেন। তিনি প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন।
নবনির্বাচিত প্রধান বিচারপতি বোবদে অনেক গুরুত্বপূর্ণ মামলা সামলেছেন। সম্প্রতিকালে বিতর্কিত অযোধ্যা মামলার রায় দেওয়া পাঁচ সদস্যের বেঞ্চেও ছিলেন তিনি। এছাড়া সাম্প্রতিককালে যেসব গুরুত্বপূর্ণ মামলা নিয়ে ভারতে চর্চা হয়েছে, তার মধ্যে অনেক মামলায় বিচারপতি হিসেবে ছিলেন বোবদে।
বিচারপতি শরদ অরবিন্দ বোবদে এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।