হংকংয়ে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় সিলগালা করে দিয়েছে পুলিশ
১৮ নভেম্বর ২০১৯ ১৫:৪২ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৫:৫৪
হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের মুখে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় সিলগালা করে দিয়েছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ওই প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান নেওয়া কয়েকশ শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। ভেতরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কাছে পেট্রোল বোমাসহ হাতে তৈরি বিভিন্ন রকমের অস্ত্র থাকায় পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স।
এর আগে, পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে জলকামান ও আরমার্ড কার তাক করে রেখেছিল পুলিশ। অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ বন্ধ না করলে গুলি বর্ষণের হুমকিও দিয়েছিল তারা।
পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য পুলিশের সাথে জরুরি বৈঠক আহবান করা হয়েছে। গত কয়েকদিনের মত আজও লাঞ্চটাইম প্রতিবাদে অংশ নিয়েছে কয়েক হাজার হংকংবাসী।
এদিকে, কৌলন উপদ্বীপ থেকে হংকংয়ে প্রবেশ করার ক্রস হারবার টানেল কয়েক সপ্তাহ ধরে অবরোধ করে রেখেছে আন্দলনকারীরা। হংকংয়ের শিক্ষা ব্যুরোর নির্দেশে সব স্কুল মঙ্গলবার পর্যন্ত এবং কিন্ডারগার্টেন ও বিশেষায়িত স্কুলগুলো পুরো সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হংকং থেকে নির্ধারিত ফ্লাইটগুলো আগামী কয়েক সপ্তাহের জন্য বাতিল ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, সোমবার ( ১৮ নভেম্বর) আন্দোলনকারীদের মুখোশ ব্যবহারের ওপর সরকারি নিষেধাজ্ঞাকে বেআইনি বলে ঘোষণা করেছে হংকংয়ের একটি আদালত।
প্রসঙ্গত, প্রায় পাঁচ মাস আগে বন্দি প্রত্যর্পন বিল বাতিলকে কেন্দ্র করে হংকংয়ে আন্দোলন শুরু করেন সর্বস্তরের মানুষ। আন্দলনের মুখে বিতর্কিত ওই বিল বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু তারপরে বিল বিরোধী আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের পৌণপুনিক হামলায় একজন শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীরা সহিংস হয়ে ওঠে। তারা হাতে তৈরি বিভিন্ন অস্ত্র, পেট্রোল বোমা ব্যবহার করে পুলিশী হামলার জবাব দিতে থাকে। পুলিশের হামলা এবং শিক্ষার্থীদের পাল্টা হামলার কারণেই এখন রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।