Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দখলদার হাত থেকে উদ্ধার হচ্ছে রেলওয়ের জমি


১৮ নভেম্বর ২০১৯ ১৫:১১

ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ।

অভিযান শুরুর আগেই কয়েক হাজার অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে দখলকারীরা, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পদ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ রেলওয়ের আনুমানিক ২০-২৫ একর জায়গা পুরোপুরি অবৈধ দলখদারদের দখলে রয়েছে। এই পুরো জায়গা এবার দখল মুক্ত করা হবে।

রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, মূলত রেল স্টেশন এলাকা সুন্দর ও পরিচ্ছন করতে এই উচ্ছেদ অভিযান। এছাড়া ভবিষ্যতে এই উদ্ধারকৃত জায়গায় রেলের বানিজ্যিক কাজে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

এই উচ্ছেদ অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র বিপুল পরিমান সদস্য ছাড়াও স্থানীয় পুলিশ মোতায়েন রয়েছে।

অবৈধ দখল বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর