রাজধানীর তেজকুনিপাড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত
১৮ নভেম্বর ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৪:৪৬
ঢাকা: রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় মালেহা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার (১৮নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হাসনাত খন্দকার জানান, নিহত বৃদ্ধা তেজকুনিপাড়া ফকিন্নিবাজার এলাকায় থাকতেন। তিনি ওই এলাকাতে ভিক্ষাবৃত্তি করতেন। তার বাড়ি জামালপুর মাদারগঞ্জ উপজেলায়।
তিনি জানান, সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাসা থেকে বের হোন মালেহা বেগম। তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচে আসলে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক সিরাজকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।