মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আসছে কাল
১৮ নভেম্বর ২০১৯ ১৪:৫৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৫:০৪
ঢাকা: মিশর, তুরস্ক ও চীন থেকে কেনা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে করে আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশে এসে পৌঁছবে। আর এই পেঁয়াজ দেশের বাজারে পৌঁছালে দাম কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, ‘এলসির মাধ্যমে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লাগে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান সমুদ্র পথে বাংলাদেশের উদ্দেশ্যে রয়েছে।’
বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন আরও বলেন, ‘সম্প্রতিকালে পেঁয়াজের রফতানিমূল্য চারগুণ বাড়িয়েছে মিয়ানমার। ঘুর্ণিঝড় বুলবুলের কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে তড়িৎ গতিতে কার্গো বিমানে করে মিশর, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপ আগামীকাল মঙ্গলবার প্রথম চালান নিয়ে আসবে।’
পাশাপাশি এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, ‘সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।’
তিনি আরও জানান, বাংলাদেশের আমদানি করা পেঁয়াজের সবচেয়ে বড় অংশ আসে ভারত থেকে। এবার বন্যার কারণে ভারতে পেঁয়াজ উৎপাদন ব্যহত হয়েছে। যে কারণে ভারত তাদের রফতানি করা পেঁয়াজের মূল্য তিনগুণ বাড়িয়েছিল। এরপর একপর্যায়ে রফতানিই বন্ধ করে দেয়। এ পরিপ্রেক্ষিতে সরকার এলসি মারজিন ও সুদের হার হ্রাস করে আমদানিকারকদের ভারতের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে উদ্বুদ্ধ করে এবং আমদানি করা মালামাল নির্বিঘ্নে খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসে সংশ্লিষ্টদের প্রস্তুত রাখে।
পাশাপাশি পেঁয়াজের বাজার মনিটরিং করতে একাধিক টিম গঠন করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য সচিব জানান, এ পর্যন্ত আড়াই হাজার অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।