Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সড়ক আইনের প্রতিবাদে সাতক্ষীরায় বাস চলাচল বন্ধ


১৮ নভেম্বর ২০১৯ ১৪:১৯

সাতক্ষীরা: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। তারা চান, আগে এটি সংশোধন করা হোক। এরপর এটি বাস্তবায়ন করা হোক। শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিলে এতে মালিক পক্ষের তো কিছুই করার থাকেনা বলেও মন্তব্য করেন এই নেতা।

সাতক্ষীরার কয়েকজন পরিবহণ শ্রমিক আইন বাস্তবায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদের একজন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদণ্ড ও আহত হলে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। একজন চালকের পক্ষে ৫ লাখ টাকা জরিমানা দেওয়া আদৌ সম্ভব নয়। কারণ একজন চালকের বেতন সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা। এ কারণেই নতুন পরিবহন আইন সংশোধনের পর এটি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা।’

দাবি মেনে নেওয়া না হলে আর বাস চালাবেন না বলেও হুঁশিয়ারি দেন জেলার পরিবহন শ্রমিকরা।

এদিকে হঠাৎ করেই সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইক যোগে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বাস ধর্মঘট সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর