Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি, কাউন্সিলর, ব্যবসায়ীসহ ১০৫ জনের ব্যাংক হিসেব চেয়েছে দুদক


১৮ নভেম্বর ২০১৯ ০৬:৫৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ০৯:৫০

 

ঢাকা: বর্তমান ও সাবেক সংসদ সদস্য, কাউন্সিলর, ব্যবসায়ী, প্রকৌশলী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাসহ মোট ১০৫ জনের ব্যাংক হিসেবের নথি চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ নভেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা একটি চিঠিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নথি সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে। দুদক সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের আওতায় থাকা এসব ব্যক্তির ব্যাংক ও আর্থিক লেনদেনের তথ্য দ্রুততম সময়ের মধ্যে দুদককে সরবরাহ করতে বলা হয়েছে।

ওই চিঠিতে ১০৫ জনের নাম, ঠিকানা ও পদবি উল্লেখ করে তথ্য চাওয়া হয়েছে। তালিকা অনুযায়ী জানা যায়, বর্তমান সাংসদ নুরন্নবী শাওন, পঙ্কজ দেবনাথসহ তিনজন, সাবেক এক সাংসদ, সম্রাটসহ যুবলীগের দুই ডজন নেতা, ঢাকার বেশ কযেকজন ওয়ার্ড কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাওসার, গণপূর্তের শীর্ষ পর্যায়ের ১৫ প্রকৌশলী, ব্যবসায়ীসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম রয়েছে।

 

 

দুদক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর