Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় ঝরল কলেজছাত্রীর প্রাণ


১৭ নভেম্বর ২০১৯ ২০:১০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের শালবাগান এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১৭ নভেম্বর) সকালে শালবাগান এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত অসিনচিং মারমা রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রী ছিলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঈন উদ্দিন জানিয়েছেন অসিনচিং অর্থনীতি বিভাগের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। ঘটনাটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আজ কলেজের পাঠাদান কার্যক্রম বাতিল করা হয়েছে।

দুর্ঘটনায় আহত লাকী আক্তার বলেন, আমরা একটি অটোরিকশায় (চট্টগ্রাম থ ১২-৮০২৭) রাঙ্গামাটি যাচ্ছিলাম। একটি ট্রাক হঠাৎ রং সাইডে এসে আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও চারজনকে আমরা পেয়েছি। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর