Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে: কৃষিমন্ত্রী


১৭ নভেম্বর ২০১৯ ১৯:৩৪

ঢাকা: কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এবারের মৌসুম থেকেই আমরা এটা করব। এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিনল্যান্ডের সঙ্গে ব্যবসা শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে এসে যাবে। আমার বিশ্বাস তখন দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এর মধ্যে ভারতও তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।’

তিনি বলেন, ‘চাহিদার প্রায় ৭০ ভাগ পেঁয়াজ দেশে উৎপাদন হয়। গতবছরও পেঁয়াজের ভালো ফলন হয়েছিল। কিন্তু আগাম বৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ ঘরে তুলতে পারেন নাই।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে আমরা এটা মেটাতে পারতাম। হঠাৎ এভাবে ইন্ডিয়া পেঁয়াজের ওপর রেস্ট্রিকশন দেবে, ব্যান করবে রফতানি- এটা আমরা চিন্তাও করি নাই।’

বাজার ব্যবস্থাপনায় সবার দায়িত্বশীল থাকা উচিত মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার চলে চাহিদা ও যোগানের ওপর। মনিটরিং করে বাজার খুব একটা নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশ, র‌্যাব দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। সবার দায়িত্বশীল হতে হবে। সরকারের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

এর আগে সেমিনারে ফিনল্যান্ডের সঙ্গে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনায় হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে সেমিনারে ফিনল্যান্ডের পক্ষে বক্তৃতা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া) মিজ টিট্রা মাজা ও প্যাট্রিক ব্র্যাডবাকা।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী পেঁয়াজ আমদানি বন্‌ধ