Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরণে মৃত আরও ‍দুজনের পরিচয় মিলেছে


১৭ নভেম্বর ২০১৯ ১৯:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৯:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটায় বিস্ফোরণে মৃত আরও দুজনের পরিচয় মিলেছে। এ নিয়ে ছয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এখনো মৃত একজনকে শনাক্ত করা যায়নি। তার খোঁজে স্বজনদের কেউ আসেনি বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘নিহত সাতজনের মধ্যে দুপুরের মধ্যে আমরা চারজনের নাম-ঠিকানা, পরিচয় নিশ্চিত হয়েছিলাম। তাদের স্বজনরাও এসেছিলেন। সন্ধ্যার দিকে আরও দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাদের পরিচিতজনও পাওয়া গেছে। এখন শুধু একজন বাকি আছে। নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে, সেগুলো ময়নাতদন্তের পর তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণ, ৭ জনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ সারাবাংলাকে জানান, সবশেষ মৃত যে দুজনের পরিচয় শনাক্ত হওয়া গেছে, তারা হলেন- মো. সেলিম (৪০) ও মো. শুক্কুর (৪০)। সেলিমের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা গ্রামে। সেলিম পেশায় রিকশাচালক। চট্টগ্রাম নগরীর তুলাতলী এলাকায় রেলওয়ে বস্তিতে থাকতেন। সম্প্রতি বস্তি উচ্ছেদের পর নগরীর কাজীর দেউড়ি এলাকায় ভাসমানভাবে থাকেন। শুক্কুর পেশায় দিনমজুর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় বলে জানিয়েছেন এসআই সজল।

সজল বলেন, ‘মোট ছয়জনের স্বজনেরা এসেছেন। ছয়টি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।’

এর আগে রোববার সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে নারী ও কিশোরসহ সাতজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বিজ্ঞাপন

মৃতদের মধ্যে প্রথমে যে চারজনের পরিচয় শনাক্ত হওয়া গেছে তারা হলেন- জুলেখা বেগম ফারজানা (৩২) ও তার ছেলে আতিকুর রহমান শুভ (৮), শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৪০) এবং রঙমিস্ত্রি নুরুল ইসলাম (৩০)।

গ্যাসের লাইন ফুটো হয়ে অথবা বদ্ধ করে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশসহ সংশ্লিষ্টরা।

উদ্ধার নিহত পরিচয় বিস্ফোরণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর