যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমান ফের রিমান্ডে
১৭ নভেম্বর ২০১৯ ১৮:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৮:১৩
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইসমাইল হোসের চৌধুরী সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ নভেম্বর) শুনানি শেষে দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ রিমান্ডের আদেশ দেন।
সম্রাটের সহযোগী আরমান ফের রিমান্ডে
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আরমানকে আদালত হাজির করে মামলার তদন্ত স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত ১২ নভেম্বর দুই কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরমানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।
আরেক আসামি পাগলা মিজানের আদালতে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা-নেওয়ার আবেদন নামঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী জেল কর্তৃপক্ষকে চিকিৎসা দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে আদালত পাগলা মিজানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরপর আবার দুই পুলিশের ওপর ভর করে পাগলা মিজানকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে দেখা যায়।
মামলায় অভিযোগে বলা হয়, যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি আরমান সম্রাটের বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রম দেখভাল করতেন। এর মাধ্যমে তিনি ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আরমান অবৈধ ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ সিনেমা ব্যবসায়ও বিনিয়োগ করেন। তার পরামর্শে ও টাকায় বিদেশ থেকে ক্যাসিনোর মালামাল আমদানি করা হয়।
এ ছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। একই সঙ্গে আরমান অবৈধ অর্থ দিয়ে গুলশান, বারিধারা, মহাখালীসহ বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মালিক হয়েছেন।
গত ৭ অক্টোবর ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র্যাব।