Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার সামর্থ্য শুধু জাতীয় পার্টির রয়েছে’


১৭ নভেম্বর ২০১৯ ১৮:০২ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৮:১২

জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘দেশের মানুষ মনে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনার সামর্থ্য একমাত্র জাতীয় পার্টির রয়েছে। তাই দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

রোববার (১৭ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, ‘দেশের মানুষের আশা জাতীয় পার্টি আরও শক্তি অর্জন করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে। দেশের বড় তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের আস্থার প্রতীক।’ তাই জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হচ্ছে জাতীয় পার্টির অন্যতম শক্তি। আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এছাড়া তিনি বলেন, ‘সাধারণ মানুষ দেশের রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই প্রত্যাশা করে। কারণ, জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সমর্থক গোষ্ঠী রয়েছে।’

সভাপতির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, ‘আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা-কর্মীরা জাতীয় পার্টির অন্যতম শক্তি হিসেবে মাঠে থাকবে। ৭ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান লিয়াকত হোসেন খোকা এমপি।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি জি এম কাদের দুর্নীতি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর