শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন: সিংহলী ভোটে রাজাপক্ষ নির্বাচিত
১৭ নভেম্বর ২০১৯ ১৫:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ২০:১২
শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক প্রতিরক্ষা বিভাগের প্রধান গোটাবায়ে রাজাপক্ষ। শনিবারের (১৬ নভেম্বর) নির্বাচনে জাতিভিত্তিক ভোটব্যাংক কাজে লাগিয়ে তিনি এই সাফল্য অর্জন করলেন। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল চারটায় শ্রীলংকার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। খবর বিবিসি।
আরও পড়ুন- শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
এর আগেই, এক টুইটার বার্তায় রাজাপক্ষ তার বিজয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন। পরাজয় স্বীকার করে নিয়েছেন তার প্রতিপক্ষ সাজিথ প্রেমাদাসা।
প্রেমাদাসা বলেন, ‘শ্রীলংকার ৭ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় গোটাবায়ে রাজাপক্ষকে আমি অভিনন্দন জানাই, জনগণের রায়ের ব্যাপারে সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে’।
নির্বাচন বিশ্লেষকরা জানিয়েছেন, রাজাপক্ষ সিংহলী অধ্যুষিত এলাকাগুলোতে জয় পেয়েছেন। আর প্রেমাদাসা জয় পেয়েছেন তামিল অধ্যুষিত এলাকাগুলো থেকে।
চলতি বছরের এপ্রিলে ইস্টার সানডেতে জঙ্গি হামলায় ২৫০ জনের মৃত্যুর পর শ্রীলংকায় এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো।
এদিকে, শ্রীলংকার নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা শেষে রাজাপক্ষ ভোট পেয়েছেন ৫০ শতাংশের ওপরে। অপরদিকে, ৪৩ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে প্রেমাদাসার পক্ষে।
গোটাবায়ে রাজাপক্ষ প্রেসিডেন্ট বিজয় শ্রীলংকা সাজিথ প্রেমাদাসা