Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড


১৭ নভেম্বর ২০১৯ ১৫:৪৬

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্ত্রী শিরিনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

রায়ে দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় আসামি মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে খাগড়াছড়ি সদরের শালবন এলাকার নিজ বাড়িতে শিরিনা আক্তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। ওই রাতেই পুলিশ শিরিনার স্বামী মো. নিজাম উদ্দিনকে আটক করে। পরে তদন্তে তার দোষ প্রমাণ হওয়ায় শুনানি শেষে মৃত্যদণ্ড দেন আদালত।

মৃত্যুদণ্ড স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর