রাজধানীর আদাবরে গৃহবধূ খুন, স্বামী পলাতক
১৭ নভেম্বর ২০১৯ ১৪:১৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৫:০২
ঢাকা: রাজধানীর আদাবরে একটি বাসা থেকে নাসিমা ওরফে হাসিনা (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ডাবলু হাওলাদার পলাতক রয়েছেন।
রোববার (১৮নভেম্বর) সকাল ১০টার দিকে আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আদাবর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান জানান, বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার ডাবলু হাওলাদারের স্ত্রী হাসিনা। আদাবরের ওই বাসায় স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারণেই স্বামী ডাবলু হাওলাদার তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।