জবি ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ, চেক পেলেন ক্ষতিগ্রস্তরা
১৬ নভেম্বর ২০১৯ ২০:৪৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ২০:৪৭
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের ১৮৮ একর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ায় এক অনুষ্ঠানে জমির মালিকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জে শিক্ষার আলো ছড়াতে সাহায্য করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটি সবার সহযোগিতায় সর্বাধুনিক একটি বিশ্ববিদ্যালয় হবে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয় সুনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।’
চেক হস্তান্তর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টাকা দেওয়ার সময় দালালচক্র তৈরি হয়। এমন কারও নামে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনোভাবে বিব্রত করা যাবে না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রমান বলেন, ‘নতুন ক্যাম্পাসের জন্য জমি পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাভবান হয়েছে। এলাকাবাসীও লাভবান হয়েছেন। কেরানীগঞ্জের মানুষ কোনো আন্দোলন ছাড়া পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেয়েছেন। এখানে আজীবন জ্ঞানের অনুশীলন, অনুসন্ধান ও গবেষণা হবে।’
ক্ষতিগ্রস্তদের কোনো ধরনের হয়রানি ছাড়া বিনিময় মূল্য নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ভিসি। এ সময় উপাচার্য আগামী মাসের মধ্যে চেক হস্তান্তর সম্পন্ন করে নতুন ক্যাম্পাসের নকশাটি বুঝিয়ে দিতে জেলা প্রশাসককে আহ্বান জানান।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চেক হস্তান্তর অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, স্থানীয় নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।