Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ


১৬ নভেম্বর ২০১৯ ১৯:৩০

ইতালি: বাংলাদেশের সাথে লাটভিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনকল্পে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) লাটভিয়ার রাজধানী রিগায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার সহযোগিতায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলে বাংলাদেশি বিভিন্ন পণ্য অতি সহজে বাল্টিক দেশগুলোর বাজারে প্রবেশ করবে। পাশাপাশি বাংলাদেশেও বাল্টিক দেশগুলোর বিনিয়োগের পথ প্রশস্ত হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিন , পোল্যান্ডের অনারারি কন্সাল ওমর ফারুক, আয়েবা সহ-সভাপতি ফখরুল আলম সেলিম, বাংলাদেশ কমিউনিটি ইন লাটভিয়ার প্রেসিডেন্ট তারেক আহমদ, আয়েবা আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস, বাংলাদেশ কো-অর্ডিনেটর তানভীর সিদ্দিকী।

এদের বাইরেও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মিহাইলিস, অলগা কারাবলিনা, আররতুস ভেইসপালস, ভেলরি প্রমুখ বক্তৃতা করেন। সভায় লাটভিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্স বাল্টিক বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর