Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি: প্রধানমন্ত্রী


১৬ নভেম্বর ২০১৯ ১৯:২৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৯:৪৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আজ বাসায় পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে। পেয়াজ ছাড়াও তরকারি সুস্বাদু হয়। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘প্লেনে পেয়াজ আনতেছি। সেটিও বলে গেলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

উপসাগরীয় এ দেশটি সফরে দুবাই এয়ার শো- ২০১৯ সহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাঁকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হবে। সফরে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি স্মারক সই হবে। এগুলোর দু’টি হচ্ছে- দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা চুক্তি এবং আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দ সংক্রান্ত প্রটোকল।

সফর শেষে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পেঁয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর