Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক


১৬ নভেম্বর ২০১৯ ১৭:২৬

বগুড়া: বগুড়ায় শ্যালকের বাক প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বোরহান আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের গোয়ালগাড়ী এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।

বোরহান আলীর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার বেলঘরিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। বোরহান তার পরিবার নিয়ে বগুড়া শহরে ভাড়া থাকেন। বাসার পাশে একটি স্টেশনারি দোকানে কাজ করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যান। সেখানে শ্যালকের স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর পক্ষে অভিযোগ পেয়ে পুলিশ বোরহান আলীকে আটক করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আমরা ধর্ষককে আটক করেছি। পাশাপাশি ভিকটিমকে আমাদের হেফাজতে নিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর