Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন, সম্পাদক তারিক


১৬ নভেম্বর ২০১৯ ১৬:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৭:২০

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি হিসেবে কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে তারিক সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) স্বেচ্ছা‌সেবক লী‌গের তৃতীয় স‌ম্মেল‌নের দ্বিতীয় প‌র্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। আর সাধারণ সম্পাদক তারিক সাঈদ মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

আর আগে সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছা‌সেবক লী‌গ দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

ওইদিন তিনি বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সেজন্য আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

টপ নিউজ ঢাকা মহানগর দক্ষিণ নাম ঘোষণা সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর