ছবিতে ফোক ফেস্টে’র দ্বিতীয় দিন [ফটো স্টোরি]
১৬ নভেম্বর ২০১৯ ১৬:২০ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৭:০২
পঞ্চমবারের মতো ঢাকায় শুরু হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। গেল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুরু হয় বাঙালি লোকসংগীতের এই বড় আসর। শুক্রবার ছিল ফোক ফেস্ট’র দ্বিতীয় দিন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।
দ্বিতীয় দিনে মঞ্চে গান পরিবেশন করেন শফিকুল ইসলাম , কামরুজ্জামান রাব্বি , কাজল দেওয়ান, হাবিব কইটে, ফকির শাহাবুদ্দিন ও হিনা নাসরুল্লাহ । মঞ্চে তাদের পরিবেশনা ফ্রেমবন্দী করেন সারাবাংলা’ র স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত।