Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বছরেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক!


১৬ নভেম্বর ২০১৯ ১২:৩৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৭:১০

নয় বছরের এই বিস্ময় বালকের নাম লরেন্ত সিমন্স। বেলজিয়ামের এই ছোট্ট শিশু এখনই পড়ছে ইন্দোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (টিইউই), ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। চলতি বছররের ডিসেম্বরে তার স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ হবে। খবর সিএনএনের।

লরেন্ত সিমন্সকে নিয়ে পড়ে গেছে শোরগোল। সিমন্সের মা লিডিয়া ও বাবা অ্যালেক্সান্ডার সিমন্স জানান, তাদের ছেলে যে বিশেষ মেধাবী, শিক্ষকরা খুব দ্রুতই তা বুঝতে পারেন। সিমন্সের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য একের পর এক জটিল পরীক্ষা দিতে হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

সিমন্স সবসময়ই অসাধারণ ফল করেছেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিমন্সকে অন্যদের চেয়ে দ্রুতই কোর্স শেষ করার সুযোগ করে দেন।

ইতোমধ্যে সিমন্সের দিকে চোখ ফেলেছে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো। পিএইচডি করার জন্য সিমন্স কোন বিশ্ববিদ্যালয়টি বেছে নেবে তা এখনো নিশ্চিত নয়। তবে স্নাতক শেষ করার বড় সিমন্স কিছুটা সময় বিশ্রাম চায়। ঘুরে আসতে চায় জাপান থেকে।

বিস্ময় বালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর