বিমানে পেঁয়াজ আসছে মঙ্গলবার
১৬ নভেম্বর ২০১৯ ১২:১০ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৪:১৪
ঢাকা: মিশর থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর)। এস আলম গ্রুপের আমদানি করা এই পেঁয়াজ বাংলাদেশে আসবে কার্গো বিমানে করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশি এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ বকশি জানান, এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজও কার্গো বিমান যোগে ঢাকায় পৌঁছবে।