Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পূর্ব রাজাবাজারে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


১৪ নভেম্বর ২০১৯ ২১:১৬

ঢাকা: রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার একটি বাসায় সানজিদা সুলতানা মীম (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ দিকে এই ঘটনাটি ঘটে। মীম এবারে জেএসসি পরীক্ষা দিচ্ছিলো।

জানা যায়, পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত মীমের বড় ভাই আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, আমাদের বাবার নাম আতাউর রহমান। তিনি বিদেশ থাকেন। আমার মা রোকেয়াসহ এক বোনকে নিয়ে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় একটি বাসায় থাকি। মীম স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিলো। সবার অগোচরে সে গলায় ফাঁস দেয়।

কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক ) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আত্মহত্যা

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর