Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল ওষুধ ও মূল্য যাচাইয়ে আসছে মোবাইল অ্যাপ


১৪ নভেম্বর ২০১৯ ১৯:৩৪

জাতীয় সংসদ ভবন থেকে: নকল ও ভেজাল ওষুধ চিহ্নিতকরণ বিষয়ে অনলাইনভিত্তিক রিপোর্টিংয়ের জন্য ওয়েবপোর্টাল ও মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় প্রকল্পটি বর্তমানে পাইলটিং পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ওষুধ প্রশাসন অধিদফতর কর্তৃক নিবন্ধিত সব দেশি ও বিদেশি ওষুধের দাম নির্ধারণ করা হয়ে থাকে। অনুমোদিত দাম ওষুধের মোড়কে (কার্টন ও লেবেলে) মুদ্রণ করা বাধ্যতামূলক। ওষুধ উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান সব ওষুধের মোড়কে দাম মুদ্রণ করে বিপণন করে। ওষুধ প্রশাসন অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ফার্মেসি পরিদর্শন করে বিষয়টি তদারকি করে থাকেন।

ওষুধ ভেজাল মোবাইল অ্যাপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর