সিরাজগঞ্জে রেলের বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ কমিটি
১৪ নভেম্বর ২০১৯ ১৭:৫৪
ঢাকা: সিরাজগঞ্জে রেলের বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এসব কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন।
তিনি জানান, অতিরিক্ত সচিব ফারুকুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া রেল অধিদফতর থেকে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- সিএমসিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট অন্য একটি কমিটি গঠন করা হয়।
আরও একটি কমিটি করা হয়েছে সিরাজগঞ্জ এডিসিকে প্রধান করে।
এর আগে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। আগুন লাগে ইঞ্জিনসহ ৪টি বগিতে। এ ঘটনায় ঢাকার সঙ্গে রেলওয়ে পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।