Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমদিনেই জমজমাট কর মেলা


১৪ নভেম্বর ২০১৯ ১৭:৩১ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ২০:৩৭

ঢাকা: প্রথমদিনেই জমজমাট হয়ে উঠেছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯। সকাল থেকেই করদাতারা ভিড় করছেন রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। কেউ নিচ্ছেন কর নিবন্ধন (ই-টিআইএন), কেউবা জমা দিচ্ছেন রিটার্ন। প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আয়কর জমা দেওয়া যাচ্ছে। হেল্প ডেস্ক থেকে শুর করে কর অঞ্চলের প্রতিটি বুথে সব শ্রেণি পেশার করদাতারা ভিড় করছেন। মেলার প্রথমদিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোনো কোনো বুথে দীর্ঘ লাইনও দেখা গেছে।

বিজ্ঞাপন

মেলার এবারে স্লোগান ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’। এবারের প্রতিপাদ্য ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’। কেন্দ্রীয়ভাবে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৫ টা পর্যন্ত করদাতারা মেলায় কর সংক্রান্ত সব সেবা পাবেন।

মেলায় কর দিতে এসেছিলেন পল্টনের বাসিন্দা সাব্বির। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাব্বির সারাবাংলাকে বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবেই এখন কর দেওয়া বাধ্যতামূলক। গত তিন বছর ধরে কর দিয়ে আসছি। অফিস থেকে ছুটি নিয়ে কর দিতে এসছিলাম। ফরম আগেই পূরণ করা ছিল। সব মিলিয়ে আধা ঘণ্টার মতো সময় লেগেছে।’

বাড্ডা থেকে আসা আব্দুল মুকিত নামের এক করদাতা বলেন, ‘ভোগান্তি বা ঝামেলা ছাড়া কর দিতে প্রতিবারই মেলায় আসি। কর মেলা এখন আগের চেয়ে অনেক জনপ্রিয়। মেলায় এসে আধা ঘণ্টারও কম সময়ে কর দিয়েছি।’

মূল ফটক দিয়ে মেলায় ঢুকতে প্রথমেই হেল্প ডেস্ক। এর প্রতিটি বুথ থেকে করদাতাকে বিভিন্ন সেবা নিতে দেখা গেছে। মেলায় রয়েছে অনুসন্ধান ডেস্কও। কর সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য আলাদা প্যাভিলিয়ন রয়েছে।

প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর জমা দেওয়া যাচ্ছে। বিকাশ, নগদ, শিউর ক্যাশের মতো সেবাগুলো এর আওতায় আছে। মেলায় বিকাশের স্টলে প্রতিষ্ঠানটির ড্রিস্টিবিউটর সুপারভাইজর মাহফুজুর রহমান জানান, সকাল থেকে বিকাশের মাধ্যমে একজন আয়কর জমা দিয়েছে। তবে রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে সমস্যা হচ্ছে। তবে কিছুক্ষণ পর ট্রাই করলে আয়কর ঠিকই জমা দেওয়া যাচ্ছে। রূপালী ব্যাংকের শিউর ক্যাশে কোন চার্জ ছাড়াই আয়কর জমা দেওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির রিলেশনশিপ ম্যানেজার শাহ মোহাম্মদ বদিউর রহমান বলেন, ‘দুপুর পর্যন্ত দুই তিন জন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর জমা দিয়েছেন। তবে নগদের মাধ্যমে দুপুর পর্যন্ত কোন আয়কর জমা দেওয়া যায়নি বলে জানিয়েছেন স্টলে থাকা কর্মরতরা। তারা জানিয়েছেন, এনবিআরের সার্ভারে সমস্যা থাকার কারণেই মোবাইল ব্যাংকিংয়ে আয়কর জমা দেওয়া যায়নি।’

এদিকে আয়কর মেলার জন্য প্রথমবারের মতো এবার ওয়েবসাইট খোলা হয়েছে। (www.aykormela.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে করদাতারা কোথায় কখন মেলা হবে, অনলাইনে কিভাবে আয়কর জমা দেওয়া যাবে, সার্বিকভাবে আয়কর সংক্রান্ত সব সেবা জানা যাবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, এবারের মেলা উপলক্ষে কর সংক্রান্ত তথ্য সংবলিত একটি ওয়েবসাইট এবং কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। ওয়েবসাইট থেকে আয়কর বিবরণী ফরম ও চালান ফরম ডাউনলোড করার পাশাপাশি সব ধরনের নির্দেশকা পাওয়া যাবে। তাই কর মেলার ন্যায় অধিকাংশ সুবিধা ঘরে বসেই ভোগ করতে পারবেন করদাতারা।

আয় কর কর মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর