Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তহসিলদারদের দৌরাত্ম্যে সেবা গ্রহণকারীরা অতিষ্ঠ’


১৪ নভেম্বর ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৭:৪৮

ঢাকা: সহকারী ভূমি কর্মকর্তাদের (তহসিলদার) দৌরাত্ম্যে সেবা গ্রহণকারীরা অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ভূমি অফিসে সৎ সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) নিয়োগ দেওয়া হলেও এই চক্রের কারণে সহজ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য প্রস্তুত হতেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

সহকারী ভূমি কর্মকর্তাদের (তহসিলদার) বড় মিয়া আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে মাঠ পর্যায় থেকেও অনেক অভিযোগ এসেছে। যেকোনো দিন তারা বড় থেকে ছোট মিয়াও হয়ে যেতে পারেন।’

মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘সেবা প্রত্যাশীদের ভোগান্তি না দিয়ে সেবা দেওয়ার মানসকিতার চর্চা করতে হবে।’ সহকারী ভূমি কর্মকর্তাদের অধীনে থাকা এসিল্যান্ড, সার্ভেয়ার, কানুনগো ও জরিপ কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

তহসিলদারদের প্রজাতন্ত্রের কর্মকর্তা উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের জন্য কাজ করতে হবে। সে মানসিকতা সৃষ্টি করতে হবে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের ধৈর্য্য ধরে জনগণকে সেবা দিতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সামনের দিন আরও কঠিন হবে। স্বচ্ছতা আসছে। অনেক পদ্ধতিতে পরিবর্তন আসবে। যারা অপকর্ম করবে, তাদের দায়িত্ব কেউ নেবে না।

ডিজিটালাইজেশন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘এ পর্যন্ত যে কাজগুলো করেছি, তা পার্ট অব ডিজিটালাইজেশন। কাজগুলো ফেজওয়াইজ হচ্ছে। এখন পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করছি, নামজারি নিয়ে কাজ চলছে।’

বিজ্ঞাপন

ডিজিটাল সার্ভের পাইলট প্রোজেক্টের কাজ গাজীপুরে চলছে বলে জানান তিনি।

অতিষ্ঠ টপ নিউজ তহসিলদার ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর