Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে পরীক্ষার্থী কমেছে, বেড়েছে ইবতেদায়িতে


১৪ নভেম্বর ২০১৯ ১৬:২৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৭:২৩

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনীতে শিক্ষার্থী সংখ্যা কমেছে, বেড়েছে ইবতেদায়ি সমাপনী শিক্ষা পরীক্ষায়। এবার প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষায় মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। যা গেল বছরের চেয়ে ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন কমেছে। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। যা গেল বছরের চেয়ে ৩০ হাজার ৯৮৩ জন বেশি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, গত বছর ২০১৮ সালে প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষায় মোট ২৭ লাখ ৭৬ হাজার ৮৮২ জন অংশ নিয়েছিল। যা এবারের চেয়ে ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন কম। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। যা গেল বছর ২০১৮ সালের চেয়ে ৩০ হাজার ৯৮৩ জন বেশি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থী ২৯ লাখ

সাধারণ মাধ্যমের চেয়ে মাদ্রায় মাধ্যমে এবার পরীক্ষার্থী বৃদ্ধি পাওয়ার কারণ কী? প্রশ্ন ছিলো প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি সাংবাদিকদের বললেন, ‘পরিবার পরিকল্পনা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হওয়ায় দেশে জনসংখ্যা কমছে, তাই তার প্রভাব এই শিক্ষা মাধ্যমে পড়েছে।’

প্রতিমন্ত্রীর এই যুক্তি শুনে সাংবাদিকদের শোরগোল শুরু হতেই পরিস্থিতি সামাল দিতে জবাব দিতে প্রস্তুতি নেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন। তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমেছে।’ তবে কেন মাদ্রাসা শিক্ষায় বেড়েছে, তার সদুত্তর সচিবও দিতে পারেননি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, ঝরে পড়া রোধে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। মাদ্রাসা শিক্ষার দিকেও সমান নজরদারি দিচ্ছে, যে কারণে এ মাধ্যমে শিক্ষার্থী দিন দিন বাড়ছে।

ইবতেদায়ী টপ নিউজ প্রাথমিক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর