‘লাদেন ছিলেন পাকিস্তানের নায়ক’
১৪ নভেম্বর ২০১৯ ১৫:১৯
ওসামা বিন লাদেন ও জালালুদ্দিন হাক্কানিসহ আফগান জঙ্গিদের পাকিস্তানে নায়ক মনে করা হতো বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি আরও বলেন, একইসঙ্গে পাকিস্তানে আসা কাশ্মিরি জঙ্গিদের দেওয়া হতো সম্মান।
প্রকাশিত এক ভিডিওতে পারভেজ মোশাররফকে এসব কথা বলতে শোনা গেছে। পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর বুধবার (১৩ নভেম্বর) টুইটারে তারিখহীন ওই ভিডিওটি শেয়ার করেন। খবর এনডিটিভির।
তিনি বলেন, পাকিস্তানে যে কাশ্মিরিরা আসত তাদের নায়কের সম্মান দেওয়া হতো এখানে। আমরা তাদের প্রশিক্ষণ দেই এবং সমর্থন জানাই। ভারতীয় সেনার সঙ্গে লড়াই করায় আমরা তাদের মুজাহিদিন হিসেবে মনে করি। এরপর গড়ে ওঠে লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনগুলি। ওরা ছিল আমাদের নায়ক।
পারভেজ মোশাররফ আরও জানান, ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরি, জালালুদ্দিন হাক্কানি ও বাকি জঙ্গিদেরও নায়ক ভাবা হতো।
প্রসঙ্গত ভারত সবসময় অভিযোগ করে আসছে পাকিস্তান জঙ্গিদের সহায়তা করে যাতে তারা ভারতে হামলা চালাতে পারে। তবে পাকিস্তানের পক্ষ থেকে সেই অভিযোগ বারবারই অস্বীকার করা হয়।