পরিবেশ দূষণ: হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানাকে জরিমানা
১৪ নভেম্বর ২০১৯ ১৫:০৪
চট্টগ্রাম ব্যুরো: অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের দুটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানা
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ সংক্রান্ত অভিযোগের ওপর শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।
চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম প্ল্যান্টকে পাঁচ লাখ ৬০ হাজার টাকা এবং উত্তর পতেঙ্গায় অবস্থিত এনজিএস সিমেন্টকে সাত লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।
তিনি সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটির প্রতিবেদনে নির্গমন হওয়া বায়ুর মানমাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে। ডাস্ট কন্ট্রোলের জন্য কারখানা দুটির ব্যবস্থাপনা যথাযথ না থাকায় শুনানি শেষে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।’
টপ নিউজ পরিবেশ দূষণ হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানাকে জরিমানা