স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীর যাবজ্জীবন
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৬ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৮:২০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় স্বামী (জাহাঙ্গীর হোসেন) রনিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ের বিবরণ থেকে জানা যায়, রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার পাড়াডগাইর এলাকার একটি বাড়িতে রনি পরিবার নিয়ে থাকতেন। ২০০৯ সালের ২২ জানুয়ারি সকালে স্ত্রী হামিদা আক্তারের মোবাইলে অপরিচিত পুরুষ কণ্ঠের ফোন আসার জের ধরে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় রনির। এক পর্যায়ে রনি রান্নাঘর থেকে কেরোসিন এনে স্ত্রীর গায়ে ঢেলে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়। এসময় দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫ দিনের মাথায় মারা যান হামিদা আক্তার।
এ ঘটনায় নিহত হামিদার বড় ভাই শামসুল হক বাদি হয়ে ঢাকার ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি তদন্ত করে ডেমরা থানার এসআই মীর আতাহার আলী আসামি জাহাঙ্গীর হোসেন রনিকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সারাবাংলা/এআই/জেডএফ