Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার


১৪ নভেম্বর ২০১৯ ০৪:১০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (রাবি প্রেসক্লাব) ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে দিনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবি প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্য প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন করেছি। প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পারবো বলে আশাবাদী।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী পর্ব। এরপর কেক কাটা, ক্যাম্পাসের বিভিন্ন  পয়েন্টে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, সাবেক-বর্তমানদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৫ টায় ফানুস ওড়ানোসহ নানা কর্মসূচি পালন করা হবে।

১৯৮৬ সালে রাবি প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী রাবি প্রেসক্লাব