নিভেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগুন
১৪ নভেম্বর ২০১৯ ০০:২২
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সম্ভব হয় ফায়ার সার্ভিস।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, দুইটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের টিমগুলো ফিরলে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় এর বাজেট শাখার কম্পিউটার রুম থেকে আগুনের সূত্রপাত।