মন্দবাগ ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় খরচ লাগবে না
১৩ নভেম্বর ২০১৯ ২২:৩৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ২২:৪৫
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। দুর্ঘটনায় আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সবার চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে।
এসময় তিনি দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা ও তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ঘুরে দেখেন এবং সরেজমিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিদর্শন করেন।
স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র সঙ্গে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমসহ হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ডা. আবুল কালাম আজাদ ডিজি হেলথ মন্দবাগ ট্র্যাজেডি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক